সত্য ভাষন
- আল মামুন মাহবুব আলম
কথা শিখছি শিখছি বলা
সাথে শিখছি ছলা.কলা
আরো শিখছি কি করে তা
ডাল থেকে শিকড়ে তা
ছড়িয়ে দিয়ে সরিয়ে নিবো,
শিখে সবার ভরিয়ে দিবো
মন
এসব আমি শিখছি অনুক্ষণ!
সবচেয়ে বেশী শর্ত যা
কথার ভিতর গর্তটা
এবং তাতে পা ফেলাটা
উঠে এসে গা মেলাটা
পারতে হবে হবেই হবে
নইলে নিত্য জবেই হবে
শোন,
কথাটা কোন বলবিঃছাড়বি কোন?
এমন ধাঁচের লোক পদস্থ
প্রতি পদেই যা অপদস্থ
হচ্ছি হয়ে মনটা ভার
টানছি জবর ঘন্টা ভার।
কথার প্যাঁচে ঘাড় নীচু
সামনে যাবো,আর পিছু
নয়,
সবাই হৃষ্ট মনে শিখতে কয়!
ঢাকা ১৮/০৯/২০১৪
রাত ০০ঃ৫৫টা
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।